Syed Nur Kamal

Welcome

 

SNKu

 

সুহাসিনী সে সুদর্শনার সাথে

সুহাসিনী সে সুদর্শনার সাথে

শেষবার দেখা হবার পর পনের টা বসন্ত পেরিয়ে গেলে
ফের দরশন এক সন্ধ্যায়, সুহাসিনী সে সুদর্শনার সাথে
সূর্য্যের রক্তিমাভা বিদায়ের রথে পশ্চিমের আকাশে
দু’জন ফের মুখোমুখী, কতো শতো সূর্য্যাস্তের পরে
কেমন ছিলে? এতো গুলো দিন আর এত গুলো রাত।
প্রশ্ন নয়, যেন এক মানবীর প্রাচীন কোন বিশ্বকোষ
খুলে অজানা হাজারো শব্দের গূঢ়ার্থ খোজার আগ্রহ।
মুখ কোন শব্দ খুজে পায়না, কি উত্তর আছে এ প্রশ্নের।
অজান্তে দু’ঠোঁটের গহবর থেকে বেরিয়ে আসে বাক,
“যাকে ভালো বলা যায় কিনা” তেমনিই ছিলাম হয়তো।
সুহাসিনী যেন হাসে, ডুবন্ত সূর্য্যের মতো আরক্তিম হাসি
যেমনি কোন কালে হেসেছিলো আফ্রোদিতি গ্রীকদের দেবী
উপাসক যার সম্মুখে, অতীত কালের সমর্পিত হৃদয় লয়ে।
হাসির কলি পূর্ণত প্রস্ফুটিত হবার আগেই সুদর্শনা বলে
এবার আসি তাহলে। উপাসক চোখ মেলে দূরাকাশে
অনন্ত অন্ধকারের ঝাঁপিতে ঢাকা দিয়ে ডুবে যায় দিনমনি
 

আমার তো আর ভালো লাগেনা

November 3, 2009

আমার তো আর ভালো লাগেনা


নিষেধ করি তোমায়,
তুমি আমার স্বপন মাঝে আর এসোনা
শপথ দিই তোমায়,
তুমি আর আমার স্মৃতিতে পিছু ডেকোনা
নিষেধ করি তোমায়,
তুমি আর আমার ভাবনায় হানা দেবেনা

তোমার কি মুরোদ আছে,
আমার স...

Continue reading...
 

তবু ও তুমি

November 3, 2009

তবু ও তুমি

তন্দ্রা হারা নিশি জাগি আজ কৈ গেল সৈ
ছন্দ ভরা জীবন হারিয়ে গেল কোন সীমানায়
লিপিকায় আর আসেনা কোন সুখ সম্বাদ
মালঞ্চে তবু ঝরে পড়ে লাল গোলাপের রেনু
আজীবন যেন সাজানো থাকে ফুলের বাসর
কভু ক...

Continue reading...
 

কাল এবং আজ

October 27, 2009

কাল এবং আজ

তুমি শহরে ছিলে তাই শুধু তোমার কারনে
সাক্ষাতের প্রয়োজন হতো অনেকের সনে
আজ তুমি নেই এ শহরে
যার তার সাথে দেখা করবোই বা কার তরে

তুমি ছিলে তাই ফুল গুলোকে ভালো লাগতো
গন্ধে তার হৃদয় মাততো
ত...

Continue reading...
 

মনের আকাশে আজ পুর্ণিমা

October 27, 2009

মনের আকাশে আজ পুর্ণিমা


মনের আকাশে আজ পুর্ণিমা
অনেক দিনের পর, মেঘ-ছায়া পেরিয়ে
জোছনায় জ্বলমলে চতুর্দশী

হৃদয় নদীতে আজ বান ডেকেছে
অনেক দিনের খরায় মরা নদী
আজ কুলুকুলু রব দু'কুল জুড়ে

মনের কানন আজ ...

Continue reading...
 
Me

 

Me & Son

 

Family

 

My House

Categories

Photobucket
free counters